• শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম:
নির্মল বায়ুর শহর রাজশাহীর বাতাসে দিন দিন বাড়ছে ধূলিকণা ইন্দোনেশিয়া থেকে কয়লা আসায় সচল হলো বিদ্যুৎকেন্দ্র অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতে ষড়যন্ত্রের তথ্য ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে ইসকনের উপাসনালয় ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার চিকিৎসা নিতে এসে আসাদুজ্জামান নূর ও তানভীর ইমামকে শিক্ষার্থীদের কিল-ঘুষি দেশের এক টুকরো মাটিও হায়েনাদের হতে দেয়া হবে ১৮ দেশের মুসল্লি জোড় ইজতেমায়, একজনের মৃত্যু চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে জাতিসংঘ ফোরামে বাংলাদেশের বিবৃতি বিপ্লবী ছাত্র পরিষদের ইসকন ও আ.লীগকে নিষিদ্ধের দাবি ইসকন দেশে অশান্তি করছে ভারতের প্রেসক্রিপশনে: হাসনাত

ট্রুডোকে ফেরাতে কানাডা থেকে আসছে দুই বিমান

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
ছবি- সংগৃহীত

ভারতে দিল্লিতে অনুষ্ঠিত জি-টুয়েন্টি সম্মেলনে এসে আটকা পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এখন তাকে ফেরাতে বিকল্প উড়োজাহাজ পাঠিয়েছে দেশটির সেনাবাহিনী।

মঙ্গলবার টরেন্টো স্টারের প্রতিবেদনে জানায়, একটি সিসি-১৫০ পোলারিস বিমান ওন্টারিওর সামরিক ঘাঁটি ছেড়েছে। লন্ডনে এটির সঙ্গে যোগ দেবে আরেকটি সিসি-১৪৪ চ্যালেঞ্জার বিমান। সোমবার রাতের মধ্যে ভারত পৌঁছাতে পারে বিমানগুলো।

এদিকে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার বিকালের মধ্যে ট্রুডোসহ প্রতিনিধি দল ভারত ছাড়তে পারেন।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিনিধি দলকে বহনকারী উড়োজাহাজ মেরামতের জন্য একজন বিমান মেকানিক ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন। মেকানিক যদি বিমান মেরামত করতে না পারেন তাহলে বিকল্প উড়োজাহাজ প্রতিনিধি দলকে কানাডা নিয়ে যাবে।

কানাডার জাতীয় প্রতিরক্ষা দপ্তরের প্রধান জনসংযোগ কর্মকর্তা ড্যানিয়েল লে বৌথিলিয়ের বলেছেন, সমস্যা থাকা যন্ত্রাংশ পরিবর্তন করা হবে। প্রাক-ফ্লাইট পরীক্ষায় ত্রুটি ধরা পড়েছিল। ত্রুটি ধরা পড়া প্রমাণ করছে প্রটোকল কার্যকর ছিল।

সিসি-১৫০ পোলারিস উড়োজাহাজের বহরটি কানাডার বিমানবাহিনীর। এতে এয়ারবাসের উড়োজাহাজ ব্যবহার করা হয়। প্রধানমন্ত্রী, গভর্নর জেনারেল এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের পরিবহনের জন্য এটি ব্যবহৃত হয়। এতে ভিআইপি উড়োজাহাজের বিশেষ কিছু সুবিধা নেই। এই বহরের উড়োজাহাজগুলো একটানা খুব বেশি পথ পাড়ি দিতে পারে না। জ্বালানি নেয়ার জন্য একাধিকবার থামতে হয়।

গত শুক্রবার জি-২০ সম্মেলনে যোগ দিতে প্রতিনিধিদল সহ ভারতে আসেন ট্রুডো। দুই দিনের সম্মেলন বোরবার শেষ হওয়ায় ওই দিনই দেশে ফেরার কথা ছিল। কিন্তু ট্রুডোকে নিয়ে যাওয়ার নির্দিষ্ট বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ভারতে আটকে পড়েন কানাডার এই প্রধানমন্ত্রী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ