ভারতে দিল্লিতে অনুষ্ঠিত জি-টুয়েন্টি সম্মেলনে এসে আটকা পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এখন তাকে ফেরাতে বিকল্প উড়োজাহাজ পাঠিয়েছে দেশটির সেনাবাহিনী।
মঙ্গলবার টরেন্টো স্টারের প্রতিবেদনে জানায়, একটি সিসি-১৫০ পোলারিস বিমান ওন্টারিওর সামরিক ঘাঁটি ছেড়েছে। লন্ডনে এটির সঙ্গে যোগ দেবে আরেকটি সিসি-১৪৪ চ্যালেঞ্জার বিমান। সোমবার রাতের মধ্যে ভারত পৌঁছাতে পারে বিমানগুলো।
এদিকে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার বিকালের মধ্যে ট্রুডোসহ প্রতিনিধি দল ভারত ছাড়তে পারেন।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিনিধি দলকে বহনকারী উড়োজাহাজ মেরামতের জন্য একজন বিমান মেকানিক ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন। মেকানিক যদি বিমান মেরামত করতে না পারেন তাহলে বিকল্প উড়োজাহাজ প্রতিনিধি দলকে কানাডা নিয়ে যাবে।
কানাডার জাতীয় প্রতিরক্ষা দপ্তরের প্রধান জনসংযোগ কর্মকর্তা ড্যানিয়েল লে বৌথিলিয়ের বলেছেন, সমস্যা থাকা যন্ত্রাংশ পরিবর্তন করা হবে। প্রাক-ফ্লাইট পরীক্ষায় ত্রুটি ধরা পড়েছিল। ত্রুটি ধরা পড়া প্রমাণ করছে প্রটোকল কার্যকর ছিল।
সিসি-১৫০ পোলারিস উড়োজাহাজের বহরটি কানাডার বিমানবাহিনীর। এতে এয়ারবাসের উড়োজাহাজ ব্যবহার করা হয়। প্রধানমন্ত্রী, গভর্নর জেনারেল এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের পরিবহনের জন্য এটি ব্যবহৃত হয়। এতে ভিআইপি উড়োজাহাজের বিশেষ কিছু সুবিধা নেই। এই বহরের উড়োজাহাজগুলো একটানা খুব বেশি পথ পাড়ি দিতে পারে না। জ্বালানি নেয়ার জন্য একাধিকবার থামতে হয়।
গত শুক্রবার জি-২০ সম্মেলনে যোগ দিতে প্রতিনিধিদল সহ ভারতে আসেন ট্রুডো। দুই দিনের সম্মেলন বোরবার শেষ হওয়ায় ওই দিনই দেশে ফেরার কথা ছিল। কিন্তু ট্রুডোকে নিয়ে যাওয়ার নির্দিষ্ট বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ভারতে আটকে পড়েন কানাডার এই প্রধানমন্ত্রী।