• শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম:
নির্মল বায়ুর শহর রাজশাহীর বাতাসে দিন দিন বাড়ছে ধূলিকণা ইন্দোনেশিয়া থেকে কয়লা আসায় সচল হলো বিদ্যুৎকেন্দ্র অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতে ষড়যন্ত্রের তথ্য ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে ইসকনের উপাসনালয় ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার চিকিৎসা নিতে এসে আসাদুজ্জামান নূর ও তানভীর ইমামকে শিক্ষার্থীদের কিল-ঘুষি দেশের এক টুকরো মাটিও হায়েনাদের হতে দেয়া হবে ১৮ দেশের মুসল্লি জোড় ইজতেমায়, একজনের মৃত্যু চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে জাতিসংঘ ফোরামে বাংলাদেশের বিবৃতি বিপ্লবী ছাত্র পরিষদের ইসকন ও আ.লীগকে নিষিদ্ধের দাবি ইসকন দেশে অশান্তি করছে ভারতের প্রেসক্রিপশনে: হাসনাত

৩৬ ঘণ্টা পর দিল্লি ছেড়ে কানাডার পথে ট্রুডো

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
ছবি- সংগৃহীত

নিজ দেশের উদ্দেশে দিল্লি ছাড়লেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ।
বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে ভারতে ৩৬ ঘন্টা আটকে থাকার পর নিজ দেশের উদ্দেশে দিল্লি ছাড়লেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার বিকেলে তার ব্যাক্তিগত উড়োজাহাজটির ত্রুটি মেরামতের পর কানাডার উদ্দেশে তিনি উড়াল দিয়েছেন বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে।

কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস সেক্রেটারি মোহাম্মদ হুসেন জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যা সমাধান করা হয়েছে। এরপরই দিল্লি ছেড়ে গেছেন তিনি।

কানাডার প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধি দলকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। জি-২০ সম্মেলনে যোগ দেয়ার জন্য ট্রুডোকে ধন্যবাদ জানান তিনি।

সামাজিক মাধ্যমে এক্স-এ মন্ত্রী লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সরকারি সহকর্মীদের পক্ষ থেকে আজ (মঙ্গলবার) বিমানবন্দরে ছিলাম আমি। জি-২০ সম্মেলনে যোগ দেয়ায় ধন্যবাদ জানিয়েছে। তারা যেন নিরাপদে দেশে পৌঁছাতে পারে সেজন্য শুভেচ্ছা জানাই।

এর আগে সিবিসি’র প্রতিবেদনে বলা হয়, কানাডার বিমানবাহিনীর সিসি-১৫০ পোলারি উড়োজাহাজে ট্রুডো নেয়ার জন্য রওনা হয়। কিন্তু পরবর্তীতে এটি আর ভারতের আসেনি। এর কারণ জানা যায়নি।

ট্রুডো যে বিমানটি ব্যবহার করেন এটি বয়স ৩৬ বছর। আগেও সমস্যা দেখা দিয়েছিল। ২০১৬ সালের অক্টোবরে বেলজিয়ামে যাত্রা করার আধা ঘণ্টা পর অটোয়াতে ফিরে আসে। ২০১৯ সালের ডিসেম্বরে লন্ডনে ট্রুডো ন্যাটো শীর্ষ সম্মেলনে উপস্থিত ছিলেন তখনও সমস্যা দেখা দেয়।

গত শুক্রবার জি-২০ সম্মেলনে যোগ দিতে প্রতিনিধিদল সহ ভারতে আসেন ট্রুডো। দুই দিনের সম্মেলন বোরবার শেষ হওয়ায় ওই দিনই দেশে ফেরার কথা ছিল। কিন্তু ট্রুডোকে নিয়ে যাওয়ার নির্দিষ্ট বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ভারতে আটকে পড়েন কানাডার এই প্রধানমন্ত্রী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ