মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, আমরা পাকিস্তানের কোনো রাজনৈতিক দল ও কোনো প্রার্থীকে সমর্থন করি না। আমরা সেখানে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই।
মঙ্গলবার জিও নিউজ জানায়, নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার একথা বলেন।
এ সময় তিনি জানান, শুধু পাকিস্তানেই নয়; বরং বিশ্বের সবপ্রান্তেই তার দেশ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আশা করে।
এ সময় পাকিস্তানের অর্থনীতির বিষয়ে তাকে প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় পাকিস্তানের অর্থনীতির উন্নতি হোক।