বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুনের প্রভাব কেটে যাওয়ায় এক দিন পর বরিশাল থেকে সব ধরনের নৌযান চলাচল শুরুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। বুধবার সকাল ৮টা থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন বরিশাল নদীবন্দরের কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
আব্দুর রাজ্জাক জানান, ঘূর্ণিঝড় হামুনের বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৮টা থেকে সব রুটে নৌযান চলাচল শুরু হয়েছে।
এর আগে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ।