ঘূর্ণিঝড় মিধিলি’র আঘাতে ঝালকাঠিতে ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। তার ছিঁড়ে ৩০ ঘণ্টা ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে ঝালকাঠি জেলায়। বিদ্যুৎ না থাকায় জেলা শহরে পৌরসভার পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সেখানকার লোকজন।
এদিকে নলছিটি প্রতিনিধি জানিয়েছেন, নলছিটিতেও বিদ্যুৎ ও ইন্টারনেট ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে ব্যাহত হচ্ছে মোবাইল ও ইন্টারনেট সেবা। শুক্রবার ভোর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় উপজেলায়। সেই সঙ্গে ইন্টারনেট সংযোগও ব্যাহত হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২ লাখ মানুষ। শনিবার বিকেলে পর্যন্ত বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ সচল হয়নি। বন্ধ রয়েছে কলকারখানা ও অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান।
স্থানীয়রা জানিয়েছেন, মোমবাতি জ্বালিয়ে কোনো রকম জীবনযাপন করছেন তারা। এ উপজেলার বেসরকারি মোবাইল কোম্পানির টাওয়ারগুলোতে জেনারেটর ব্যবস্থা নেই বললেই চলে। তাই বিদ্যুৎ চলে গেলে ইন্টারনেট সংযোগও বন্ধ হয়ে পড়ে।
উপজেলা ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী সোহেল রানা জানিয়েছেন, শনিবার সন্ধ্যার দিকে বিদ্যুৎ সংযোগ চালু হতে পারে।
ঝালকাঠির ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, ঘূর্ণিঝড়ের আঘাতে গাছ পড়েছে জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনে। এছাড়া বিভিন্ন জায়গায় গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে গেছে। এতে শহরসহ পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। আজকের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।