• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন

রোহিঙ্গা হামলার ভুয়া খবর প্রকাশ করে ক্ষমা চাইল ভারতীয় সংবাদ সংস্থা

আপডেটঃ : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই দেশটির নাগাল্যান্ডে রোহিঙ্গা হামলার পরিকল্পনা করছে শীর্ষক একটি ভুয়া খবর প্রকাশের পর ক্ষমা চেয়েছে। একই সঙ্গে সংস্থাটির একজন কপি এডিটরকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সংবাদ সংস্থাটি নাগাল্যান্ড পুলিশের গোয়েন্দা শাখার বরাত দিয়ে রোহিঙ্গা শরণার্থীদের দ্বারা সম্ভাব্য হামলার খবরটি প্রকাশ করেছিল। ওই ভুয়া খবরে দাবি করা হয়েছিল, রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশ থেকে অস্ত্র নিয়ে নাগাল্যান্ডের মানুষের ওপর হামলা চালাবে। এনআইএ’র এই খবরটি ভুয়া হিসেবে শনাক্ত করে দ্য মরুং এক্সপ্রেস। অল্টনিউজ খবরটি এনএনআই’র কাছ থেকে নিয়ে প্রকাশ করেছিল প্রথম। পরে তা জাতীয় বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়।
খবরটি ভুয়া হিসেবে ধরা পড়ার পর এএনআই তা ওয়েবসাইট থেকে নামিয়ে ফেলে। বার্তা সংস্থাটির সম্পাদক স্মিতা প্রকাশ টুইটারে এক বিবৃতিতে নিজেদের ভুলের কথা স্বীকার করেছেন। তিনি জানান, খবরটি যে কপি এডিটর প্রকাশ করেছিলেন তাকে বরখাস্ত করা হয়েছে। সূত্র: হাফিংটন পোস্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ