যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য শনিবার ইয়েমেনের হাউছি যোদ্ধাদের ৩০টি টার্গেটের ওপর হামলা চালিয়েছে। এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ড এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, শনিবার হাউছিদের মাটির অনেক গভীরে থাকা অস্ত্রভাণ্ডার, ক্ষেপণাস্ত্র সিস্টেম, লাঞ্চার, বিমান প্রতিরক্ষাব্যবস্থা ও রাডারের ওপর সুনির্দিষ্টভাবে হামলা চালানো হয়েছে। ইয়েমেনের রাজধানী সানাসহ বেশ কয়েকটি প্রদেশের এসব স্থাপনায় হামলা চালানো হয় বলেও জানানো হয়েছে।
হামলায় যুক্তরাষ্ট্রের দুটি ডেস্ট্রোয়ার টোমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইউএসএস গ্রাভলি ও ইউএসএস কারনে ল্যান্ড-অ্যাটাক্ট ক্রুইজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং ইউএসএস ডুইয়াট ডি আইজেনহাওয়ার বিমানবাহী রণতরী থেকে এফ/এ-১৮ যুদ্ধবিমান উড্ডয়ন করে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবারের এই হামলার অনুমতি গত সপ্তাহের প্রথম দিকে দেন বলে দুই সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন।
এই হামলা শুক্রবার সিরিয়া ও ইরাকে পরিচালিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক হামলা থেকে আলাদা বলেও জানানো হয়েছে। ওই হামলা ছিল মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সৈন্য নিহত হওয়ার প্রতিশোধ। আর শনিবারের হামলাটি ছিল লোহিত সাগরে জাহাজের ওপর হাউছি যোদ্ধাদের হামলা প্রতিরোধ করার জন্য।
হাউছিরা জানিয়েছে, ইসরাইল গাজায় হামলা বন্ধ না করলে তারা লোহিত সাগরে তাদের আক্রমণ চালিয়ে যাবে।