• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন

উইদোদোর সমর্থিত প্রার্থী সুবিয়ান্তোর বিজয় দাবি

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
প্রাবোয়ো সুবিয়ান্তো

ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে অনানুষ্ঠানিক ফল গণনায় বুধবার বিপুল ভোটে এগিয়ে থাকা প্রতিরক্ষামন্ত্রী প্রাবোয়ো সুবিয়ান্তো জয় দাবি করেছেন।

ভোটের আগে থেকেই জনমত জরিপগুলোতে এগিয়ে ছিলেন জনপ্রিয় বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর সমর্থিত প্রার্থী সুবিয়ান্তো। ভোট গণনা শুরুর পর থেকে আনুষ্ঠানিক ফল আসার আগেই তাকে ব্যাপক ভোটে এগিয়ে থাকতে দেখা গেছে।

এ পর্যন্ত ভোট গণনায় সাবেক এই সেনা জেনারেল প্রায় ৫৮ শতাংশ ভোট। এভাবে এগুতে থাকলে চূড়ান্ত ভোট গণনাতেও তিনি ৫০ শতাংশের বেশি ভোট পাবেন। আর তা হলে তাকে আর দ্বিতীয় দফা নির্বাচনে লড়তে হবে না।
দেশের নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফল ঘোষণা না করা পর্যন্ত অপেক্ষায় থাকবেন বলে সুবিয়ান্তো জানালেও বুধবার তিনি নিজের জয় ঘোষণা করেছেন।

রাজধানী জাকার্তায় সমবেত সাংবাদিকদেরকে তিনি বলেন, “এই জয় সব ইন্দোনেশিয়র জয়। ইন্দোনেশিয়ায় গণতন্ত্র ভাল যাচ্ছে। মানুষ দৃঢ়প্রতিজ্ঞ। মানুষ সিদ্ধান্ত নিয়েছে।”

সম্পদশালী এই সাবেক সামরিক জেনারেল সুবিয়ান্তোর সঙ্গে বর্তমান সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এবার নিয়ে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে লড়ছেন তিনি।

সুবিয়ান্তোর মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বেগ আছে। এ কারণে, তিনি একজন বিতর্কিত ব্যক্তিত্ব। এক প্রজন্ম আগে সুহার্তোর স্বৈরশাসনের সময় সামরিক বাহিনীর প্রধান কমান্ডার ছিলেন সুবিয়ান্তো।

ওই সময়ে তিনি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। ১৯৯০ এর দশকে এক পর্যায়ে তার যুক্তরাষ্ট্রে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছিল।

১৯৯৮ সালে ২০ জনের বেশি গণতান্ত্রিক আন্দোলনকর্মী শিক্ষার্থী (যাদের মধ্যে ১৩ জনের কোনও হদিস পাওয়া যায়নি) অপহরণের ঘটনায় জড়িত থাকার কারণে তাকে অসম্মানজনকভাবে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল।

ফলে সুবিয়ান্তোর আগমনে ইন্দোনেশিয়া আবারও অতীতের একনায়কত্বে ফিরে যাওয়ার বিপদের ঝুঁকিতে পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার সব মানুষের সমৃদ্ধির জন্য লড়াই করার অঙ্গীকার নিয়ে এবারের নির্বাচনী প্রচার চালিয়েছিলেন সুবিয়ান্তো।

সূত্র : রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ