• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন

ফিলিস্তিনি রাষ্ট্রই মধ্যপ্রাচ্যের নিরাপত্তার একমাত্র পথ : সৌদি আরব

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু - ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার ‘একমাত্র পথ’ হলো একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা। শনিবার মিউনিখ সিকিউরিটি কাউন্সিলে বক্তৃতাকালে এমন মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান।

সম্মেলনে বক্তৃতাকালে প্রিন্স ফয়সাল আরো বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ওপরই ইসরাইলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নির্ভর করছে।

তিনি বলেন, সৌদি আরব গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করার ওপর পুরোপুরি জোর দিচ্ছে।

তিনি বলেন, আমরা যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরাইলি প্রত্যহারের ওপর জোর দিচ্ছি। আমরা গাজার মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর ওপর জোর দিচ্ছি।

সৌদি আরব বার বার বলে আসছে যে স্বাধীন একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে না।

প্রিন্স ফয়সাল আরো বলেন, ইসরাইলি বাহিনীর উস্কানিমূলক তৎপরতার ফলে আরব এবং ইসলামি দেশগুলোর মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে। তিনি গাজায় প্রায় ৩০ হাজার লোক নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, ইসরাইলিদের কার্যক্রম বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ ও চরমপন্থার মতাদর্শ বিস্তারে সহায়তা করবে।

সূত্র : আরব নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ