চীন তার দেশের তুর্কি মুসলিম উইঘুর জনসাধারণের ওপর আরো কঠোর নিয়ন্ত্রণ জারি করেছে।
আন্তর্জাতিক সম্প্রদায় যখন গাজার গণহত্যার দিকে নজর দিয়েছে, তখন জিনজিয়াং কর্তৃপক্ষ উইঘুরদের আরো বিচ্ছিন্ন করার জন্য নিয়ন্ত্রণে কঠোরতা জারি করেছে। এর মাধ্যমে তারা তাদের জাতিগত পরিচয় দুর্বল করার চেষ্টা চালাচ্ছে।
এই আইন কেবল উইঘুর নয়, সেখানকার খ্রিস্টান, তাওবাদী, বৌদ্ধদেরও প্রভাবিত করবে। তবে বিশেষভাবে উইঘুররা এই আইনের ফলে বেশি ক্ষতিগ্রস্ত হবে। জিনজিয়াংয়ের ২৬ মিলিয়ন লোকের অন্তত ৫০ শতাংশ উইঘুর মুসলিম।
উল্লেখ্য, ২০২২ সালের জাতিসঙ্ঘের একটি প্রতিবেদনে জিনজিয়াংয়ে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের কথা বলা হয়েছে।
সূত্র : আইপিএ