অ্যান্টার্কটিকায় সাগরের বরফস্তর টানা তিন বছর ধরে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এ প্রবণতা পৃথিবীতে জীবন ধারণের ওপর গভীর প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা। সেই সঙ্গে এ ঘটনায় বিজ্ঞানীরা খুবই উদ্বিগ্ন বলেও জানিয়েছেন। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টার (এনএসআইডিসি) জানিয়েছে, অ্যান্টার্কটিক সাগরের ন্যূনতম বরফের বিস্তৃতি ২০ লাখ বর্গকিলোমিটারের নিচে নেমে এসেছে। গত ফেব্রুয়ারি মাসে টানা তিন বছরের মতো এটি দেখা গেছে। টানা ৩ বছর অ্যান্টার্কটিকার ন্যূনতম বরফের স্তর এভাবে কমে যাওয়ার এই অবস্থা গত ৪৬ বছরের মধ্যে একটি রেকর্ড।
বিজ্ঞানীরা বলছেন, সমুদ্রের বরফ গলে যাওয়াটা মহাসমুদ্রের স্তরের ওপর তাৎক্ষণিক কোনো প্রভাব ফেলে না। তবে সমুদ্রের স্বাভাবিক পানির স্তর সূর্যের রশ্মি যতটা প্রতিফলিত করতে পারে, সাদা বরফের স্তর তার চেয়ে বেশি করতে পারে। বরফের স্তর কমলে তা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিকে ত্বরান্বিত করবে। পর্যায়ক্রমে এটি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বিপর্যয়কর পর্যায়ে পৌঁছানোর কারণ হয়ে উঠতে পারে।