রাজধানীর রূপনগর এলাকা থেকে কিশোর গ্যাং ‘আলামিন গ্রুপ’ এর লিডার আলামিন শেখ (২৯)-সহ আটজনকে গ্রেফতার করেছে র্যাব-৪। তারা কিশোর গ্যাংয়ের সদস্য হলেও প্রত্যেকের বয়স ২০ বছরের ওপরে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- আলামিন শেখ (২৯), মাসুদ রানা (২২), সিয়াম হোসেন ওরফে আকাশ (২৩), নূর নওশাদ (২১), রবিন (২২), রিয়াদ শেখ (১৯), লাভলু (২০) ও সিজান (২০)।
সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের রূপনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৪ মে) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী।
তিনি জানান, রাজধানীর রূপনগর এলাকায় বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। যার অন্যতম হচ্ছে কিশোর গ্যাং ‘আলামিন গ্রুপ’। তাদের সদস্য সংখ্যা ২০ থেকে ৩০ জন। এই গ্যাংয়ের সদস্যরা রূপনগরের আশেপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। চিহ্নিত এসব বেপরোয়া ও মাদকসেবীর অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ। তারা অসহায় হয়ে পড়েছেন।
র্যাব জানায়, বেশ কিছু দিন ধরে এই কিশোর গ্যাংয়ের লিডার আলামিন শেখ তাদের সহযোগীদের নিয়ে এলাকায় চুরি, ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিলেন। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক ও মারামারিসহ পাঁচটি মামলা রয়েছে।