বিশ্বাসের খেলা খেলতে গিয়ে সাত তালা থেকে পড়ে মারা গেছেন জাতিসংঘে অস্ট্রেলিয়ার সেকেন্ড সেক্রেটারি জুলিয়ান সিম্পসন। নিউইয়র্কের ম্যানহাটনে বন্ধু ও তার বউয়ের সঙ্গে মদ খেয়ে মাতাল হয়ে এই খেলা খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ৩০ বছর বয়সী অস্ট্রেলীয় কূটনীতিকের।
জানা গেছে সিমসন ও তার স্ত্রী বন্ধুদের সঙ্গে রাতের খাবার খেয়ে এসে তার বাড়ির ছাদে ফিরে আসেন। সেখানে মাতাল অবস্থায় এক বন্ধুর স্ত্রীর সঙ্গে নাচা শুরু করেন। ঘরে ফিরে ওই বন্ধু তাকে এই বিষয়ে প্রশ্ন করলে সে বলে যে তুমি আমাকে যেকোনো বিষয়ে বিশ্বাস করতে পারো।
আর সেটি থেকেই বিশ্বাসের খেলা (ট্রাস্ট গেম) খেলার প্রস্তাব করেন সিমসন। খেলার নিয়মানুযায়ী ছাদের কিনারে ঝুকে থাকবেন সিমসন এবং সে পড়ে যাওয়ার আগে ধরে ফেলবে ওই তরুণ। সেই অনুযায়ী কার্নিশে লাফ দিয়ে পড়ার পরে হাত বাড়িয়েও ধরতে পারেনি ওই তরুণ।
ঘটনাস্থল থেকে সিম্পসনকে মাউন্ট সিনাই বেথ ইসরাইল হাসপাতালে নেয়া হলে সেখানের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তদন্তকারীরা জানিয়েছেন, তারা এটিকে দুর্ঘটনা হিসেবেই বিবেচনা করছেন। নিউইয়র্ক পোস্ট।