• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

অর্থনীতি সঠিক পথে ফেরাতে সময় লাগবে: পাকিস্তানের অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৪ জুন, ২০২৩

পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার বলেছেন, বিশাল আর্থিক সমস্যার মুখে অর্থনীতিকে সঠিক পথে আনতে কিছুটা সময় লাগবে।

পাকিস্তান ভিত্তিক দ্য নিউজ ইন্টারন্যাশনাল পত্রিকার বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

করাচি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) একটি প্রতিনিধি দলের সাক্ষাৎকালে ইসহাক দার বলেন, এখানে দ্রুত সমাধান নেই, সময় লাগবে। ১৯৯৮ এবং ২০১৩ সালেও আমরা এই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম। সেগুলো যথাসময়ে দক্ষতার সঙ্গে মোকাবিলা করা হয়েছে।

কেসিসিআই-এর একটি বিবৃতি অনুসারে, মন্ত্রী বলেছেন যে, ২০১৭ সালে সবাই পাকিস্তানের পারফরম্যান্সের প্রশংসা করছিল। তখন পাকিস্তানের অর্থনীতিতে সর্বোচ্চ বৈদেশিক রিজার্ভ এবং সর্বনিম্ন মুদ্রাস্ফীতি ছিল। তখন পাকিস্তানের স্টক মার্কেটের অবস্থা এই অঞ্চলের অন্যদের তুলনায় অনেক ভালো ছিল।

তিনি দাবি করেন, পাকিস্তান সঠিক পথে হাঁটছিল। কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা সবকিছু ধ্বংস করে দিয়েছে। যা বেদনাদায়ক।

পাকিস্তান টিকে থাকবে উল্লেখ করে ইসহাক বলেন, আমরা সম্মিলিতভাবে দেশকে আগের অবস্থানে ফিরিয়ে আনার সব চ্যালেঞ্জ মোকাবেলা করব। এটি আমাদের অগ্রগতি ও সমৃদ্ধির দিকে নিয়ে যাবে।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page