• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন

রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউশনে নানা দুর্নীতি-অনিয়মে মানববন্ধন-স্বারকলিপি

আপডেটঃ : সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউশনে নানা দুর্নীতি-অনিয়ম কার্যকলাপে জড়িত থাকার দরুণ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ উত্তর গেট সংলগ্ন রাস্তায় মানববন্ধন ও পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পেশ করে। লিখিত স্বারকলিপিতে উল্লেখ-ভোলাহাট রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউনের প্রধান শিক্ষক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যদের আর্থিক অনিয়ম, শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষাদান না দেয়া এবং শতবর্ষ পূর্তি উদ্যাপনে ব্যর্থ হওয়ায় তার প্রতিকারের জন্য সম্মিলিত ইন্সটিটিউশনের ছাত্রছাত্রী ও সাবেক ছাত্রবৃন্দ এ মানববন্ধনে অংশ নেয়। আরো উল্লেখ-১৯১১ সালে প্রতিষ্ঠিত এ বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এডহক কমিটি পকেট কমিটি এবং পরিবারতান্ত্রিক কমিটি যা স্থানীয় জনসাধারণের কাছে গ্রহণযোগ্য নহে। প্রতিষ্ঠানের আমবাগান দীর্ঘ মেয়াদী ইজারা দিয়ে ইজারা লব্ধ অর্থ আত্মসাৎ, আমগাছ, নিমগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ বিক্রয় করে প্রায় ৮০ লাখ টাকা লোপাট, প্রধান শিক্ষক-ম্যানেজিং কমিটির সদস্যসহ কিছু শিক্ষক-কর্মচারী অর্থ লোপাটের পিছনে জড়িত, ২০১১ সালে বিদ্যালয়টি শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের সিদ্ধান্ত থাকলেও ২০১৭ সালেও এসে তা পালন না করা, পূর্তি অনুষ্ঠান পালনে দফায় দফায় রেজিষ্ট্রেশন ফি বাবদ ৬’শ টাকা আদায়, পূর্তি অনুষ্ঠান পালনে বিভিন্ন ছাত্রছাত্রীদের নিকট রেজিষ্ট্রেশন ফি’র নামে চাঁদাবাজী, বারবার এডহক কমিটি পরিবর্তনের নামে ব্যাপক অনিয়মসহ প্রধান শিক্ষক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নীতিমালা অনুসরণ না করে নিয়মিত ম্যানেজিং কমিটি ছাড়াই পকেট কমিটি গঠন করে বিদ্যালয় পরিচালনা করা এবং প্রধান শিক্ষক একজন দূর্নীতিবাজ, অদক্ষ দায়িত্বহীণ ব্যক্তির জন্য মানববন্ধনে তাঁর অপসারণ দাবী করে ছাত্ররা। এ পরিস্থিতিতে ঐতিহ্যবাহী ভোলাহাট রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সকল সদস্য, শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রণের জন্য বিভিন্ন দপ্তরে স্বারকলিপি প্রেরণ করা হয়েছে বলে লিখিতভাবে জানা গেছে। মানববন্ধনে অংশ নেয়, রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউশনের সাবেক ছাত্র সম্মিলিত ছাত্রঐক্য পরিষদের আহবায়ক আইয়ুব আলী মন্ডল, যুগ্ম আহবায়ক মাহলত আশরাফুল ইসলাম, হাবিবুর রহমান লিটন, আবু হেনা মোস্তফা বিদ্যুৎ, মনিরুল ইসলাম মনি, মাহমুদুর রহমান বনি, আসলাম আলী, মাকসুদ আলী ডন, শামিউল্লাহ্ সিফাতসহ অন্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ