• শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

নেইমার দলে ফিরলেন

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। ছাড়তে হয়েছে সৌদি ক্লাব আল হিলালও।

বর্তমানে নিজের শৈশবের ক্লাব সান্তোসে আছেন তিনি। গুঞ্জন উঠেছিলো জাতীয় দলে ডাক পেতে পারেন। সেটিই সত্য হলো। কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দলে তাকে রেখেছেন দরিভাল জুনিয়র।
গতকাল ম্যাচ দুটির জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। যেখানে প্রায় ১৭ মাস পর ফিরেছেন নেইমার। সবশেষ ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে দেখা যায় তাকে। ওই ম্যাচে হাঁটুতে চোট পান এই ফরোয়ার্ড। পরে ছিটকে যান এক বছরের জন্য।

বিশ্বকাপ বাছাইয়ে অবশ্য ব্রাজিলের অবস্থা খুব একটা ভালো নয়। ১২ রাউন্ড শেষে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ব্রাজিল। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে তারা ৭ পয়েন্ট পিছিয়ে আছে। টেবিলের শীর্ষ ৬ দল সরাসরি বিশ্বকাপের টিকেট পাবে।

বাংলাদেশ সময় আগামী ২১ মার্চ ভোরে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। পাঁচ দিন পর তারা খেলবে আর্জেন্টিনার মাঠে।

একনজরে ব্রাজিলের ২৩ সদস্যের দল:
গোলরক্ষক: আলিসন, বেন্তো, এদেরসন
ডিফেন্ডার: দানিলো, গিয়ের্মে আরানা, ওয়েজলি, ভান্দেরসন, গাব্রিয়েল মাগালিয়াইস, মার্কিনিয়োস, লিও ওরচিজ, মুরিলো
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, জেহসন, মাথেউস কুনইয়া, নেইমার, জোয়েলিন্তন
ফরোয়ার্ড: এস্তেভাও, জোয়াও পেদ্রো, রাফিনিয়া, রদ্রিগো, সাভিনিয়ো, ভিনিসিয়ুস জুনিয়র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ