• মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৫:২১ অপরাহ্ন

বাংলাদেশ থেকে অগ্রাধিকারভিত্তিক শ্রমিক নেবে মালয়েশিয়া

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

এক থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। সেখানে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।

মালয়েশিয়া সফররত আসিফ নজরুল বলেন, আগামী কয়েক মাসের মধ্যে ১ থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া। সেখানে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি বলেন, মালয়েশিয়ার তিনজন মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশের সবগুলো রিক্রুটিং এজেন্সিগুলো যেন লোক পাঠাতে পারে, সে ব্যবস্থা করতে প্রস্তাব দিয়েছি। তারা বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন।

এ ছাড়া অন্যান্য দেশের মতো বাংলাদেশের শ্রমিকরা যাতে মাল্টিপল ভিসা পায়, সে বিষয়টিও দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।

ভিডিও বার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আরও বলেন, গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছিলেন। সেসময় তিনি বাংলাদেশ থেকে যেসব শ্রমিক মালয়েশিয়া যেতে পারেননি, তাদের যাওয়ার সুযোগ করে দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবারের বৈঠকে সে বিষয়ে আমরা আলোচনা করেছি। তারা জানিয়েছেন, ব্যাচ ভিত্তিক শ্রমিক নেওয়া হবে। প্রথম ব্যাচে ৭ হাজার ৯২৬ জনের তালিকা চূড়ান্ত করা হয়েছে। খুব অল্পসময়ের মধ্যেই তাদের কাজ করার সুযোগ দেওয়া হবে।

এ ছাড়া ইরেগুলার শ্রমিকদের রেগুলার করার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান আসিফ নজরুল। এ ক্ষেত্রে ভিসা মেয়াদোত্তীর্ণদের জন্য এটা সম্ভব নয় বলে তারা জানায়। তখন আমরা বলেছি, মালিকের গাফিলতির কারণে এমনটা হয়ে থাকে। ফলে এ বিষয়টি সমাধানেও মালয়েশিয়ান সরকার কাজ করবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ