• মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন

আদালতের রায়ে আমি খুশি না, আছিয়ার মা

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৭ মে, ২০২৫
ফাইল ছবি

মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও বাকি তিন আসামি খালাস পেয়েছেন। এতে অসন্তুষ্ট আছিয়ার মা।

শনিবার (১৭ মে) সকালে রায় ঘোষণার পর আদালত চত্বরে দেওয়া প্রতিক্রিয়ায় এই নারী বলেন, আমি খুশি না। এই মামলায় ৩ আসামি খালাস পাইল? ওরা তো এ কাজে সহযোগিতা করিছে। আমার বড় মেয়েরে হুমকি দেছে। তারে মারধোর করছে, মুখ আটকায় রাখছে। ওরাও দোষী, ওদেরও শাস্তি হওয়া উচিত। ওই তিনজন যদি সেই একইকাজ অন্যদের সঙ্গে করে তখন কী হবে?

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মনিরুল ইসলাম মুকুল জানান, মূল আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ায় আমরা সন্তুষ্ট। তবে, বাকি তিনজন খালাস পাওয়ার কারণ জানতে চাইলে আমাদের পূর্ণাঙ্গ রায় দেখতে হবে। তারপর পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিল করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আসামিপক্ষের আইনজীবী (লিগ্যাল এইড থেকে নিযুক্ত) সোহেল আহম্মেদ বলেন, তিন আসামি খালাস পাওয়ায় আমরা সন্তুষ্ট। আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়নি। তবে হিটু শেখের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করা হবে কি না, তা তার পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর দেশজুড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। গত ১৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা চার আসামির বিরুদ্ধে অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন জমা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ