জীবন বীমা কর্পোরেশনের প্রধান কার্যালয়ের গতকাল রোববার সভা কে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক অগ্নিনির্বাপন সম্পর্কিত সচেতনামূলক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মো. মুহিবুজ্জামান। এছাড়া, সভায় প্রধান কার্যালয়ের জিএম, ডিজিএমসহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সভায় অগ্নি দুর্ঘটনার সম্ভাব্য কারণ, দুর্ঘটনাকালে করনীয় সম্পর্কে বিস্তারিত ব্রিফিং করা হয়। ব্রিফিং শেষে প্রধান কার্যালয়ের সামনে একটি সংপ্তি অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।