• মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন

অবসর প্রাপ্ত সেনা লেন্স কর্পোরাল কর্তৃক ইউ পি চেয়ারম্যানকে হত্যার হুমকি।

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

তালা উপজেলা প্রতিনিধি:- তালা উপজেলার ৭ নং ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক কে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে প্রকার্শে হত্যার হুমকি দেন অবসার প্রাপ্ত সেনা সদস্য ল্যাস্ন কর্পোরাল মো: রজব আলী। গত ১৯ মে (সোমবার) সকাল ১১ টার দিকে ইসলামকাটি ইউনিয়ন পরিষদে অবসার প্রাপ্ত সেনা লেন্স সদস্য মো: রজব আলী তিনি তার স্ত্রীর প্রত্যায়নপত্র আনতে যান। মো: রজব আলী স্বামী- স্ত্রী দু জনের জাতীয় পরিচয়পত্র চট্রগ্রামের ঠিকানায় করা। এমত অবস্থায় চেয়ারম্যান জাতীয় পরিচয় পত্র দেখে জন্মনিবন্ধ কার্ড দেখতে চাইলে সেটি দেখাতে পারেনাই । তখন চেয়ারম্যান বলেন আপনি একটা দরখাস্ত করেন তারপরে আমি আপনার প্রত্যয়ন পত্রের ব্যবস্থা করে দেব।

এ কথা বলায় রজব আলী চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুকের উপর উত্তেজিত হয়ে টেবিলের উপর চড় মারেন এবং বলেন আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোন ধারোনা নাই। এরপর এ কথা বলে রুম থেকে বাহিরে চলে আসেন এই রজব আলী। তারপর তিনি বাহিরে চলে যেয়ে বিভিন্নভাবে ফেসবুকে সাক্ষাৎকার দিয়েছেন যে চেয়ারম্যান গোলাম ফারুক আমাকে মারধর দিয়ে গলা ধাক্কা দিয়ে পরিষদ থেকে বের করে দিয়েছেন, এ বিষয়ে অধ্যাপক চেয়ারম্যান গোলাম ফারুক কে জানতে চাইলে তিনি সাংবাদিক কে বলেন আমি এবং আমার পরিষদের কেউই রজব আলীর সঙ্গে খারাপ আচরণ মারধর করে নাই এবং তার সঙ্গে কোনো রকম অস্বাভাবিক আচরণ করা হয় নাই।

আমি যখন তাকে এই প্রত্যয়ন পত্র দিতে অস্বীকার জানায় তখন তিনি তার কানে ফোন ধরে কোন একজনের সঙ্গে কথা বলছিলেন এবং বারবার বলতে থাকেন যে স্যার আপনি আমাকে অনুমতি দিন আমি এই চেয়ারম্যান কে গুলি করে হত্যা করে দেই এবং বিভিন্ন গালিগালাজ করতে থাকেন সেনা সদস্য ল্যাস্ন রজব আলী । এমত অবস্থায় উদ্দেশ্য প্রণীত কোন এক কুচক্রী গোষ্ঠীর ইন্দনে এভাবেই তিনি আমার মান ক্ষুন্ন করার পায়তারা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ