• মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

হ্যাকারের কবলে-সরুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান ফেসবুক আইডি

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

তালা উপজেলা সংবাদদাতা:-ফেসবুক হ্যাকারের কবলে পড়েছেন সাতক্ষীরার তালা উপজেলার ৩নং সরুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানা। (গত ১৯শে মে) তিনি এমনই বার্তা প্রেরণ করেছেন সাংবাদিকদের কাছে। তিনি জানান হ্যাকাররা তার ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করে গত ১৩-৫-২৫ তারিখে রাত ১১ টার পর বর্তমান সরকারের বিরুদ্ধে একটি পোস্ট করে। উক্ত পোস্ট এ দেখা যায় শেখ হাসিনার ছবি সংবলিত ক্যাপশনে লেখা আছে” ইউনূস সরকারের উচিত শেখ হাসিনার হাতে ক্ষমতা বুঝিয়ে দেয়া এবং  বিএনপি খালেদা জিয়ার ইচ্ছা পূরণ করা।

এ ঘটনায় প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা পাটকেলঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যাতে আগামীতে হ্যাকাররা কোন সরকার বিরোধী পোস্ট করিলে তার উপরে দায় না বর্তায়। পাটকেলঘাটা থানার ওসি মইনুদ্দিন ডাইরিটি গ্রহণ করিয়া এসআই( নিরস্ত্র ) মো: কাসেদ মুনশিকে তদন্তের নির্দেশ দেয়। এসময়  রিপোর্ট লেখা পর্যন্ত হ্যাকার কে গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। তবে এই হ্যাকারকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন  কাছেদ মুন্সি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ