নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুন্ডা এলাকায় কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ খান পায়েল সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকার মো: শামীমের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন মো: হৃদয় (৩০) মো: সাব্বির (১৮) আল আমিন (২০) মো: জাহিদ (১৮)।
নিহত আব্দুল্লার বাবা শামীম জানান, ‘শুক্রবার রাতে লোক মুখে ছেলের আহতের খবর পেয়ে নারায়ণগঞ্জের খানপুরের ৩০০ শয্যা হাসপাতালে যাই। সেখানকার চিকিৎসক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল নিতে বলেন। পরে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করেন। তার লাশ বর্তমানে ঢাকা মেডিক্যালের মর্গে রয়েছে। এদিকে নিহত আব্দুলার বড় ভাই রোহান জানান, ‘তারা দুই ভাই বাবার সাথে ঢাকায় ওয়ার্কশপে কাজ করত। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো: মিজানুর রহমান জানান, ‘কিশোর গ্যাংয়ের দু’টি গ্রুপের মধ্যে পূর্ব বিরোধের জেরে শুক্রবার রাতে ধনকুন্ডা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় আব্দুল্লাহ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কিশোর হত্যার ঘটনায় তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনিব্যবস্থা নেয়া হচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিনুর আলম বলেন, ‘কয়েকদিন আগে একটি মারামারি ঘটনা ঘটে। সেই ঘটনায় হৃদয় ও সাব্বির নামে দুজন আব্দুল্লাহকে ডেকে নিয়ে আসে। পরে সেখানে আব্দুল্লাহকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।