• মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৫:১১ অপরাহ্ন

১ পয়েন্টে এগিয়ে সিরিআ চ্যাম্পিয়ন নাপোলি

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৪ মে, ২০২৫

একটা সময় এই লড়াইয়ে ছিল আটালান্টা। কিন্তু মৌসুম যত এগিয়ে, পথ হারিয়েছিল দলটি। এরপর শিরোপা লড়াই চলতে থাকে কেবল দুই দলের মধ্যে-নাপোলি আর ইন্টার মিলান।

শেষ পর্যন্ত সে লড়াই চলেছে। শুক্রবার রাতে দুই দল যখন নিজেদের শেষ লিগ ম্যাচ খেলতে মাঠে নামে, তখন তাদের মধ্যে পয়েন্টের ব্যবধান ছিল মাত্র ১। নাপোলি জিতলেই চ্যাম্পিয়ন। কিন্তু তাদের হার বা ড্র হলে এবং ইন্টার জিতে গেলে তারাই চ্যাম্পিয়ন।

এমন রুদ্ধশ্বাস এক মৌসুম শেষে চ্যাম্পিয়ন হয়েছে নাপোলি। ইন্টার-নাপোলি দুই দলই তাদের শেষ ম্যাচে জিতেছে। ফলে ১ পয়েন্টে এগিয়ে থাকা নাপোলিই হয়েছে চ্যাম্পিয়ন।

ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে দুইবার সিরিআ শিরোপা জিতেছিল নাপোলি। এরপর তৃতীয় শিরোপা জেতার জন্য দলটিকে অপেক্ষা করতে হয়েছে ৩৩ বছর। অবশেষে ২০২২-২৩ মৌসুমে এসে তৃতীয় শিরোপা জেতে নেপলসের ক্লাবটি।

তৃতীয় শিরোপা জেতার পর চতুর্থ শিরোপার জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না নাপোলিকে। এক মৌসুম বিরতি দিয়েই তারা হলো চ্যাম্পিয়ন।

শুক্রবার রাতে নেপলসের ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে কালিয়ারির বিপক্ষে নাপোলি জিতেছে ২-০ গোলে। ৪২ মিনিটে স্কট ম্যাকটমিনে ও ৫১ মিনিটে রোমেলু লুকাকুর গোলে জয় নিশ্চিত করে অ্যান্তোনিও কন্তের দল।

এদিকে ইন্টার মিলানও কোমোর বিপক্ষে ম্যাচ জিতেছে ২-০ ব্যবধানে। ৪৫ মিনিটে পেপে রেইনা লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় কোমো। তার আগেই অবশ্য ১-০ গোলে (২০ মিনিটে স্টেফাড ডি ভ্রিজ) এগিয়ে গিয়েছিল ইন্টার। ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোয়াকিম কোরেয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ