• মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন

এক সঙ্গে বুবলী সজল

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৮ মে, ২০২৫

গেল রোজার ঈদে ‘জ্বীন-৩’ সিনেমায় দেখা গেছে জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজলকে। ছবিটির ‘কন্যা’ গান এখনও মুখে মুখে ফেরে শ্রোতাদের। এবার এ অভিনেতা যুক্ত হয়েছেন নতুন সিনেমায়।

প্রাথমিকভাবে ছবিটির নাম রাখা হয়েছে ‘শাপলা শালুক’। তবে নাম বদলে যেতে পারে বলে জানিয়েছেন পরিচালক রাশেদা আক্তার লাজুক। এতে সজলের বিপরীতে আছেন শবনম বুবলী।

ছবিটি প্রসঙ্গে ঢাকা মেইলকে সজল বলেন, ‘গল্পটি খুব চ্যালেঞ্জিং। আমরা অনেক শিল্পী একসঙ্গে কাজ করছি। পরিচালক রাশেদা আক্তার লাজুকের সঙ্গে এর আগেও কাজ হয়েছে। তবে শবনম বুবলীর সঙ্গে এবারই প্রথম। ছবির শেষ অ্যাকশন দৃশ্যটি আগে ধারণ করা হয়েছে। সেখানে বুবলীর সঙ্গে ক্যামেরায় দাঁড়িয়ে মনেই হয়নি প্রথম কাজ করছি। পরে দুজনেই বলাবলি করেছি, মনে হচ্ছে আমরা বহুদিনের পরিচিত।

নির্মিতব্য সিনেমাটিতে নিজের চরিত্র নিয়ে সজল বলেন, ‘ছবিতে আমার চরিত্রের নাম পরাণ। আমাকে ফাইটার হিসেবে দেখা যাবে। নিজেকে প্রস্তুত করতে বেশ প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়েছে। ১০ দিন প্রশিক্ষণ নিতে হয়েছে।’

শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে চলছে দৃশ্যধারণ। নির্মাতা জানিয়েছেন এটি বাণিজ্যিক ধাঁচের সিনেমা। আছে ক্লাসিক্যালের ছোঁয়া। সজল-বুবলী ছাড়াও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পীসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ