• মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

সেনা অভিযানে পুরানা পল্টন থেকে আটক‘সন্ত্রাসী’ লিটন

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

রাজধানীর মতিঝিল এলাকায় ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদাবাজি, অপহরণ এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছিল লিটন নামে এক সন্ত্রাসী। গত পাঁচ আগস্টের পর তার উৎপাত আরও বেড়ে যায়।

রাজধানীর পুরানা পল্টন এলাকায় চাঁদাবাজির সময় সেই অভিযান চালিয়ে সন্ত্রাসী লিটনকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (২৮ মে) রাতে তাকে হাতেনাতে আটক করে সেনাবাহিনীর সদস্যরা।

জানা গেছে, একাধিক সাধারণ নাগরিক সেনাবাহিনীর কাছে অভিযোগ করেছিলেন, লিটন নামক একজন ব্যক্তি ও তার কিছু সহযোগী পুরানা পল্টন এলাকায় বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিল এবং টাকা না দিলে অস্ত্র প্রদর্শন করে তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছিলো।

এ অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার মাধ্যমে লিটনের গতিবিধি নজরদারিতে রেখে বুধবার রাত ১০টার দিকে পুরানা পল্টনের নিউ বন্ধু হোটেল সংলগ্ন এলাকায় লিটনের ব্যক্তিগত অফিস ও অবস্থান চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন লিটনকে নিউ বন্ধু হোটেলের একটি কক্ষে অবস্থানরত অবস্থায় আটক করা হয়।

এসময় তার ব্যবহৃত কক্ষ, অফিস এবং আবাসনে তল্লাশি চালিয়ে পাঁচটি মোবাইল ফোন, নগদ দুই লাখ টাকা এবং মার্কিন ডলার জব্দ করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে সেনাবাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ