• মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন

চট্টগ্রাম বিমানবন্দরে নামল ঢাকার ৪ ফ্লাইট

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৩১ মে, ২০২৫
চট্টগ্রাম বিমানবন্দরে নামল ঢাকার ৪ ফ্লাইট

বৈরী আবহাওয়ার কারণে ঢাকার পরিবর্তে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ৪টি ফ্লাইট। শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৪টা থেকে সোয়া ৫টার মধ্যে এসব ফ্লাইট নামে।

বিমানবন্দর সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট ৫১৪। এটি ঢাকার পরিবর্তে চট্টগ্রামে বিকেল ৪টা ৩৩ মিনিটে অবতরণ করে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া এয়ার অ্যাস্ট্রা ফ্লাইট ৪৪৬ চট্টগ্রামে নামে বিকেল ৪টা ৩২ মিনিটে, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া ইউএস বাংলার ফ্লাইট বিএস-১৬৪ বিকেল ৪টা ৪৭ মিনিটে চট্টগ্রাম পৌঁছে এবং একই প্রতিষ্ঠানের সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া ফ্লাইট বিএস-১৮৮ চট্টগ্রাম পৌঁছে বিকেল ৫টা ১৫ মিনিটে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল ঢাকা পোস্টকে বলেন, ঢাকার আবহাওয়া পরিস্থিতি একটু খারাপ হওয়ায় আন্তর্জাতিক-অভ্যন্তরীণ ৪টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে। পরিস্থিতি উন্নত হলে ফ্লাইটগুলো আবার ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম বিমানবন্দর ত্যাগ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ