• মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন

জামালপুরে কূপ খননের পর পাওয়া গেল গ্যাসের সন্ধান

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১ জুন, ২০২৫
১৯৮০ সালে জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে সাইসমিক উপাত্তে গ্যাসের উপস্থিতি পায় বাপেক্স। ছবি সংগৃহীত

রোববার (১ জুন) দুপুর ১টা পর্যন্ত ৭.২ মিলিয়ন ঘনফুট চাপে গ্যাস বের হচ্ছিল। এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রাথমিক পরীক্ষায় গ্যাসের সন্ধান পাওয়া যায়। জামালপুরে গ্যাসের সন্ধান, বের হচ্ছে ৭.২ মিলিয়ন চাপে

জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের কর্মকর্তারা জানান, দুই হাজার ৬০০ মিটার খনন করা হয়েছে। আর এক হাজার ৪৪১ থেকে এক হাজার ৪৪৫ মিটার নিচ থেকে ৭.২ মিলিয়ন ঘনফুট চাপে গ্যাস বের হচ্ছে। তার ওপরে আরও একটি স্তর রয়েছে। ওইখানেও গ্যাস রয়েছে। আগামী ৭২ ঘণ্টা প্রাথমিক পরীক্ষা শেষে কী পরিমাণ গ্যাস রয়েছে তা জানা যাবে। এছাড়া তেল বা অন্য পদার্থ রয়েছে কি-না তাও পরীক্ষা শেষে জানা যাবে।

কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক বলেন, ‌‘গ্যাস বের হচ্ছে। তবে এই মুহূর্তে বলা যাচ্ছে না কী পরিমাণ গ্যাস রয়েছে। অন্য কোনো খনিজ পদার্থ থাকলে সেটিও পরীক্ষা শেষে জানা যাবে।

এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারি উপজেলার তারতাপাড়া গ্রামে গ্যাস খনন কূপটির খনন‌ কাজ উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রায় ১৬৮ কোটি টাকা ব্যয়ে কূপ খননের কাজ শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ