• মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

এক সঙ্গে উড়াল দিলেন মিষ্টি শাকিব মিষ্টি জান্নাত

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২ জুন, ২০২৫
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তার অভিনয় আর ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। অপু-বুবলীর পর এবার শাকিব খানকে নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে আর এক অভিনেত্রীকে নিয়ে। বিনোদন অঙ্গনে ফের গুঞ্জনের ঝড় তুলেছেন ঢালিউড অভিনেত্রী ও চিকিৎসক মিষ্টি জান্নাত। এবার শাকিব খানের সঙ্গে ছবি পোস্ট করে আবারও আলোচনায় উঠে এসেছেন তিনি।

মিষ্টি জান্নাত রোববার (১ জুন) মধ্যরাতে তার সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি প্রকাশ করেন, যেখানে দেখা যায়, তিনি ও ঢাকাই সুপারস্টার শাকিব খান একই ফ্লাইটে একসঙ্গে কোথাও যাচ্ছেন। ছবিগুলোর ক্যাপশনে মিষ্টি লেখেন, ‘লাভ লাভ’, সঙ্গে ছিল লাল হার্ট ইমোজি।

এই পোস্ট সামনে আসতেই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয় হিসাব-নিকাশ। অনেকেই বলছেন, শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর পরে এবার কি মিষ্টি জান্নাত? কেউ কেউ তো সরাসরি মিষ্টিকে “তৃতীয় সতীন” হিসেবেও অভিহিত করেছেন কমেন্ট বক্সে।

উল্লেখ্য, ২০২৩ সালের শেষ দিকে শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে গুঞ্জন ওঠে। শোনা যায়, পরিবারের পক্ষ থেকে তার জন্য একজন ডাক্তার পাত্রী খোঁজা হচ্ছে। তখন থেকেই সন্দেহের তীর ছুটে মিষ্টি জান্নাতের দিকে। কারণ, ঢাকাই চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনিই একমাত্র দন্ত চিকিৎসক।

বিয়ের গুঞ্জন নিয়ে মিষ্টি জান্নাত যদিও সরাসরি কিছু বলেননি, তবে ইঙ্গিতপূর্ণভাবে গণমাধ্যমে বলেছিলেন, “কিছু হলেও হতে পারে, সময়ই সব বলে দেবে।” সেই রহস্য এখনও কাটেনি। বরং নতুন করে উসকে দিয়েছে এই ‘লাভ লাভ’ ছবির পোস্ট। তবে অনেকেই মনে করছেন, পেশাদার সহকর্মী হিসেবে একসঙ্গে কোথাও যেতে পারেন তারা। সিনেমা বা কাজের প্রয়োজনে এই সফর হতে পারে এমনটাও ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর থেকে সিনেমা ও ব্যক্তিগত জীবনের নানা ঘটনায় বারবার আলোচনায় এসেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ