• শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

দেশের ফুটবল ফ্রান্সের মতোই এগোচ্ছে : জামাল

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
সংবাদ সম্মেলনে জামাল ও ক্যাবরেরা। ছবি: সংগৃহীত

২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় জামাল ভূঁইয়া। এরপর প্রায় একযুগ পেরিয়ে গেছে, সম্প্রতি লাল-সবুজের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন হামজা চৌধুরী, সমিত সোম ও ফাহমেদুল ইসলাম। তাদের আগমনে নতুন করে দেশের ফুটবল নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে সমর্থকরা।

সেই সঙ্গে দলকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে অধিনায়ক জামাল ভূ্ঁইয়া। মঙ্গলবার (৩ জুন) ভুটান ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও জামাল ভূঁইয়া।

এই সময় জামালকে প্রশ্ন করা হয় দেশে এতো প্রবাসী ফুটবলার আসবে কখনও ভেবেছিলেন কিনা। জবাবে তিনি বলেন, সত্যি বলতে আমি যখন এসেছিলাম। তারপর তারেক গাজী আসলো। এরপর কখনও মনে হয়নি প্রবাসী ফুটবলাররা আসবে। তবে এখন তারা চিন্তাই পরিবর্তন এনেছে, এটা দলের জন্য ভালো।

ফুটবল বিশ্বের অনেক দেশ আছে যেখানে দেশের বাইরের ফুটবলার নিয়ে দল তৈরি করা হয়। উদাহরণ হিসেবে রয়েছে ফ্রান্স। ২০১৮ বিশ্বকাপজয়ী দলের অনেক ফুটবলারই ছিলেন বিদেশি বংশভূত।

তাই ফ্রান্সের উদহারণ টেনে জামাল বলেন, অনেক দেশেই প্রবাসী ফুটবলারদের নিয়ে দল তৈরি করছে। তার মধ্যে অন্যতম হলো ফ্রান্স। তারা তো চ্যাম্পিয়ন হয়ে গেছে। আমার মতো হয় আমারও সেই পথেই আছি।

ভুটানের বিপক্ষে দলের প্রস্তুতি নিয়ে এই অধিনায়ক বলেন, আমরা অনুশীলন শুরু করেছি। হামজা গতকাল যোগ দিয়েছে, সমিত আসবে। কালকের ম্যাচের দিকে তাকিয়ে পুরো দল।

উল্লেখ্য, প্রীতি ম্যাচে আগামীকাল ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ