• মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৪:২১ অপরাহ্ন

ব্যালট চুরি, কেন্দ্র দখল আর যেন না ঘটে: সারজিস

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৯ জুন, ২০২৫
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিগত দিনে নির্বাচনের সময় ক্ষমতার অপব্যবহার, কালো টাকার প্রভাব ও পেশিশক্তির অপপ্রয়োগসহ নানা অনিয়ম দেখা গেছে। এখন আমাদের চাওয়া ভোটকেন্দ্র দখল ও ব্যালট পেপার চুরির মতো ঘটনা যেন আর না ঘটে।

সোমবার (৯ জুন) দুপুরে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, এবারের নির্বাচনে আমরা একটি লেভেল প্লেয়িং ফিল্ড চাই, যেখানে বড় বা ছোট সব দলই সমান সুযোগে সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে পারবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কেউ যেন কারও দ্বারা ক্ষমতার অপব্যবহারের শিকার না হয়। সেই সঙ্গে বিগত নির্বাচনগুলোতে ভোট কেন্দ্র থেকে শুরু করে নির্বাচনী এলাকায় আমরা যে অপ্রীতিকর ঘটনাগুলো দেখেছি, তা যেন আগামীর বাংলাদেশে কোনো নির্বাচনে না দেখি। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যদি দৃশ্যমান বিচারিক কার্যক্রম দেখা যায়, মৌলিক কার্যক্রম স্পষ্ট হয় এবং বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের ক্ষেত্রে নির্বাচনকালীন কিছু সংস্কার নিশ্চিত করা হয় তাহলে এপ্রিল মাসে নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই। তবে তার আগে এসব সংস্কার নিশ্চিত করতে হবে।

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এনসিপির সদর উপজেলা শাখার সমন্বয়ক তানবিরুল বারী নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ