রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করতে এসে প্রতারণার শিকার হন নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা রইস উদ্দিন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পশুর হাটে জাল টাকার নোটের বান্ডেল হাতে কান্নারত অবস্থায় রইসের ভিডিও ব্যাপক ভাইরাল হয়।
রইসের কান্নার ভিডিও নাড়িয়ে দিয়েছে দেশের অসংখ্য মানুষের হৃদয়। এ ঘটনার পর অনেকেই এগিয়ে আসেন বৃদ্ধর পাশে দাঁড়াতে। এবার সাহায্যের হাত বাড়াল ঢালিউড চলচ্চিত্র অভিনেত্রী নায়িকা অপু বিশ্বাস। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নামের একটি সংগঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্থ সেই বৃদ্ধের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন রইস উদ্দিনের ওমরাহ করার যাবতীয় খরচ বহন করবেন অভিনেত্রী।
অপু বিশ্বাসের ভাষ্য, ‘ফেসবুকে চাচার ভিডিওটি দেখলাম। যেখানে জানতে পারলাম, তিনি গরু বিক্রি করে জাল নোট পেয়েছেন। ওনারা তো খুব গরীব মানুষ। একটা গরু বিক্রির জন্য দূর-দুরান্ত থেকে আসেন। বিষয়টি আমার চোখে পড়ার পরই তার খোঁজ করতে শুরু করলাম। তখন দেখলাম, একটি সংগঠন তার সঙ্গে যোগাযোগ করেছে। এবং তারাই আমাকে জানালো, চাচার গরু বিক্রির টাকা ইতোমধ্যেই উঠে গেছে।
তিনি যোগ করেন, ‘সংগঠনটির পক্ষ থেকে আমাকে জানিয়েছে, রইস চাচার ইচ্ছে তিনি ওমরাহ করতে চান। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি, ওনার ওমরাহ পালনের যাবতীয় খরচ আমি বহন করব। আর সে যদি এই মুহূর্তে ওমরাহ না করতে চান। তাহলে ৫০ হাজার টাকা ওনার হাতে তুলে দেব। যা দিয়ে তিনি নতুন করে পশু কিনতে পারবেন। অথবা প্রয়োজনীয় কাজে লাগতে পারবেন।
সবশেষ অভিনেত্রী বলেন, ‘তিনি (রইস উদ্দিন) আমার বাবার বয়সী। আজকে যদি আমি তার মেয়ে হতাম তাহলে হয়তো এমন কিছুই করতাম। আমি চাই উনি আমার সন্তান-পরিবারের জন্য দোয়া করুক, এতটুকুই।
বলে রাখা ভালো, গত বৃহস্পতিবার (৫ জুন) রইস উদ্দিন তার গরুটি বিক্রি করেন ১ লাখ ২৩ হাজার টাকায়। কিন্তু কিছুক্ষণ পরই বুঝতে পারেন, পুরো টাকাই জাল। প্রতারণার শিকার হয়ে হাটেই অঝোরে কান্নায় ভেঙে পড়েন এই গরু বিক্রেতা।