• শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

বাফুফে সদস্য ক্যাবরেরার পদত্যাগ চাইলেন

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৪ জুন, ২০২৫

সিঙ্গাপুর-বাংলাদেশ ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। কিন্তু মাঠের পারফরম্যান্স দিয়ে দর্শকদের খুশি করতে পারেননি জামাল-হামজারা। বিপরীতে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আর এই হারের জন্য কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে দায়ী করছেন বিশ্লেষকরা। এবার এই স্প্যানিশ কোচের পদত্যাগ চেয়েছেন বাফুফের নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন।

শনিবার (১৪ জুন) বাফুফের এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চেয়েছেন তিনি। এদিন শাহীনকে অভ্যন্তরীণ অডিট ও গভর্মেন্ট রিলেশন নিয়ে আলোকপাত করার অনুরোধ জানান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

শাহীন বলেন, আমি এখানে অডিট ও গভর্মেন্ট রিলেশন নিয়ে মন্তব্য করব না। আমি জাতীয় দল কমিটির সদস্য। সে হিসেবে আমার একটাই এজেন্ডা। জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চাই। দেশের ১৮ কোটি মানুষের চাওয়া এটি।

বাফুফের আজকের সংবাদ সম্মেলনে নির্বাহী কমিটির ২১ জনের মধ্যে উপস্থিত হয়েছিলেন ১৫ জন। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাফুফে নির্বাহী সদস্যর এমন মন্তব্যে কমিটির অন্যরা বিব্রত হয়েছেন।

এই প্রসঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, যেটা হয়েছে আনফরচুনেট। এটা নিয়ে আমরা ইন্টারনালি আলোচনা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ