• শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:০৩ অপরাহ্ন

গোপন দরজার সন্ধান শাহরুখের স্ত্রীর রেস্তোরাঁয়

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

শাহরুখপত্নী গৌরী খান এখন পুরোদস্তর রেস্তোরাঁ ব্যবসায়ী। প্রায় দেড় বছরে জমে উঠেছে মিসেস খানের খাবারের দোকান তরী। এবার জানা গেল, তার রেস্তরাঁয় রয়েছে এক গোপন দরজা। ভারতীয় সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে খবরটি জানিয়েছেন রেস্তরাঁর রন্ধনশিল্পী স্টেফান গাডিট।

তিনি জানিয়েছেন ওই গোপন দরজা দিয়ে রেস্তরাঁয় প্রবেশ করা যায়। তবে দরজাটি ঠিক কোথায় সবার জানা নেই। মূলত কিং খান ও তার পরিবারের প্রাইভেসি অক্ষুণ্ণ রাখতেই এ ব্যবস্থা।

রেস্তরাঁয় শাহরুখও যান। এরকম উল্লেখ করে স্টেফান বলেন, “শাহরুখ খান বেশ কয়েকবার এসেছেন। পরিবারের সঙ্গেই তিনি আসেন। শাহরুখের ব্যক্তিগত সহকারী পূজা দাদলানির বিবাহবার্ষিকী এই রেস্তরাঁতেই উদ্‌যাপন করেছিলেন। শাহরুখ এখানে ভেড়ার মাংসের একটি পদ খুব পছন্দ করেছিলেন। ওটাই তিনি বেশিরভাগ সময়ে খান।”

শাহরুখের সন্তানরাও যান তরীতে। স্টেফানের কথায়, “তারা প্রায়ই আসেন। সময় না থাকলে খাবার অর্ডার করে দেন। আমরা তাদের বাড়ি পর্যন্ত খাবার পৌঁছে দিই। আব্রাম সুশি খেতে পছন্দ করে। আর বহু উৎসবে বন্ধুদের নিয়ে আসেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ