• শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

ভারতের অধিনায়ক হতে চাননি বুমরাহ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৮ জুন, ২০২৫
জাশপ্রীত বুমরাহ। ছবি- এনডিটিভি স্পোর্টস

রোহিত শর্মার অবসর ঘোষণার পর ভারতীয় টেস্ট দলের পরবর্তী অধিনায়ক হিসেবে জাসপ্রিত বুমরাহকেই মনে করা হচ্ছিল। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে তার নেতৃত্বগুণ সমালোচকদেরও নজর কেড়েছিল, যেখানে তিনি রোহিতের অনুপস্থিতিতে ভারতকে প্রথম টেস্ট জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নাটকীয়ভাবে ২৫ বছর বয়সী শুভমান গিলকে নতুন অধিনায়ক ঘোষণা করা হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে বুমরাহর স্বেচ্ছায় অধিনায়কত্বের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ঘটনা।

স্কাই স্পোর্টসে সাবেক ভারতীয় ব্যাটার ও ধারাভাষ্যকার দীনেশ কার্তিকের সঙ্গে এক আলাপচারিতায় জাসপ্রিত বুমরাহ নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেবল ওয়ার্কলোড বিবেচনা করেই তিনি টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব গ্রহণ করেননি।

বুমরাহর ভাষ্যমতে,‘আইপিএল চলাকালীন আমি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে কথা বলেছিলাম, পাঁচ টেস্টের সিরিজে আমার ওয়ার্কলোড নিয়ে আলোচনা করেছিলাম। আমার চিকিৎসকের সঙ্গেও কথা বলেছি, ওয়ার্কলোডের ব্যাপারে আমাকে কতটা সতর্ক হতে হবে, সেটা নিয়ে তিনি সবসময় বলেছেন।

তিনি আরও যোগ করেন,‘তারপর আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছিলাম যে, আমাকে আরেকটু সতর্ক হতে হবে। বিসিসিআইকে ফোন করে বলেছিলাম, আমি নেতৃত্বের ভূমিকায় থাকতে চাই না, কারণ পাঁচ টেস্টের সিরিজের সব ম্যাচে আমার সর্বোচ্চটা দিতে পারব না। সেসময়, বিসিসিআই আমাকে নেতৃত্বের জন্য ভাবছিল। কিন্তু আমাকে না বলতে হয়েছিল। এটা দলের জন্যও ভালো নয় যে, পাঁচ টেস্টের সিরিজে কেউ নেতৃত্ব দিচ্ছে তিন ম্যাচে এবং অন্য কেউ দুই ম্যাচে। দলের জন্য এটা ভালো কিছু নয়।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে পিঠে চোট পেয়েছিলেন বুমরাহ। যা তাকে চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইপিএলের শুরুতে মাঠের বাইরে রেখেছিল। দলের দীর্ঘমেয়াদী স্বার্থের কথা ভেবেই তিনি এবার অধিনায়কত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এমনকি ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তিনি মাত্র তিনটিতে খেলবেন বলে জানিয়েছেন, যদিও কোন ম্যাচগুলো খেলবেন তা এখনো চূড়ান্ত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ