প্রসেনজিৎ,পিরোজপুর প্রতিনিধি:-পিরোজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর সহযোগিতায় স্টোকহোল্ডার কর্মশালা ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নাছরিন জাহান, এসডিএফ এর পিরোজপুর জেলা ব্যবস্থাপক হাফিজ আল মামুন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রানা মিয়া প্রমূখ।
এ সময় উপকার ভোগীদের মধ্য থেকে ডালিয়া বেগম ও শিক্ষাবৃত্তি প্রাপ্ত আসমা আক্তার মিম তাদের অনুভূতি ও কার্যক্রমের সফলতার দিক তুলে ধরেন। সভা শেষে সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির চেক তুলে দেন।
এ সময় ১৫ জন মেধাবী শিার্থীকে ২৪ হাজার টাকা করে ৩ ল ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়। সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, এসডিএফ এর জেলা কর্মকর্তাবৃন্দ, এসডিএফ এর গ্রাম সমিতির সদস্যবৃন্দ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।