• শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

কানাডা পেল টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২২ জুন, ২০২৫
ছবি: আইসিসি

বাছাইপর্ব পেরিয়ে সবার আগে আগামী বছর হতে যাওয়া ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে কানাডা।

আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে বাহামা দ্বীপপুঞ্জকে ৭ উইকেটে হারিয়ে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া এই বৈশ্বিক আসরে খেলার টিকেট পায় দেশটি। বাছাইয়ে এটি ছিল কানাডার টানা পঞ্চম জয়। এক ম্যাচ বাকি রেখেই দলটি মূল পর্বের টিকিট পেল।

কালিম সানা ও শিবম শর্মার বোলিং তোপে মাত্র ৫৭ রানেই গুটিয়ে যায় বাহামাস। দুজনেই নেন তিনটি করে উইকেট। এরপর ব্যাট করতে নেমে দিলপ্রীত বাজওয়া মাত্র ১৪ বলে অপরাজিত ৩৬ রান করে ৫.৩ ওভারেই ম্যাচ শেষ করে দেন। এই জয়ের সঙ্গেই নিশ্চিত হয় কানাডার আগামী বিশ্বকাপে খেলা।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া কানাডা এবারের বাছাইয়ে অন্যতম ফেবারিট হিসেবেই এসেছিল। নিকোলাস কার্টনের নেতৃত্বে তারা শুরুটা করেছিল বারমুডার বিপক্ষে ১১০ রানের বড় জয় দিয়ে। এরপর তারা কেম্যান আইল্যান্ডসকে ৫৯ রানে এবং প্রথমবার বাহামাসের বিরুদ্ধে ১০ উইকেটে জয় পায়। কেম্যান আইল্যান্ডসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটি ছিল পাঁচ ওভারের সংক্ষিপ্ত ম্যাচ, যেখানে কানাডা ৮২ রান তোলে এবং ৪২ রানে জিতে যায়।

২০-দলের এই বিশ্বকাপে ১৩তম দল হিসেবে কোয়ালিফায় করেছে কানাডা। এর মধ্যে রয়েছে দুই স্বাগতিক দেশ ভারত ও শ্রীলঙ্কা। অন্য দলগুলি হল: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এবং পাকিস্তান।

এখনও সাতটি দল এই বিশ্বকাপে সুযোগ পাবে আঞ্চলিক কোয়ালিফায়ারের মাধ্যমে। এর মধ্যে ইউরোপ থেকে দুটি, আফ্রিকা থেকে দুটি এবং এশিয়া‑ইস্ট এশিয়া-প্যাসিফিক থেকে তিনটি দল সুযোগ পাবে। এই তিন অঞ্চলের চূড়ান্ত বাছাই আগামী জুলাই থেকে অক্টোবরের মধ্যে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ