• শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যে স্বস্তি এসেছে : আমীর খসরু

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২২ জুন, ২০২৫
 আমীর খসরু মাহমুদ চৌধুরী

আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যেই স্বস্তি ফিরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মতপার্থক্য থাকবেই তবে যেসব বিষয়ে ঐক্য হবে সেসব বিষয়ে কাজ করা হবে।

আজ রবিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। আমীর খসরু বলেন, ‘ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলোচনা শুধু বাংলাদেশের জন্য নয়, আন্তর্জাতিক বন্ধু রাষ্ট্রগুলোর জন্যও স্বস্তির।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে হওয়া বৈঠককে মার্কিন যুক্তরাষ্ট্র ‘গুরুত্বের সঙ্গে’ দেখছে। আলোচনায় যুক্তরাষ্ট্রের বাংলাদেশে আরোপিত ট্যারিফ নিয়েও কথা হয়।

সংস্কার ও ‘জুলাই সনদ’ নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে আমীর খসরু বলেন, ‘সব বিষয়ে মতৈক্য না থাকলেও যেসব বিষয়ে ঐকমত্য হবে, তা নিয়েই এগিয়ে যাবো। তিনি আরও বলেন, ‘এতোদিন মামলা করার সুযোগ ছিল না। এখন অবৈধভাবে করা বিগত তিনটি নির্বাচনের সময় দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ