• শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

সবাইকে জুলাই সনদ তৈরিতে ছাড় দিতে হবে: আলী রীয়াজ

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২২ জুন, ২০২৫
ছবি: সংগৃহীত

দ্রুত জুলাই সনদ তৈরি করতে সব দলকেই ছাড় দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।  রোববার (২২ জুন) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের সংলাপের স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, বাস্তবতা হচ্ছে আমরা এখনো অনেক বিষয়ে একমত হতে পারিনি। নির্বাচন প্রক্রিয়া ও বিচার প্রক্রিয়া চলছে কিন্তু সংস্কার নিয়ে ঐকমত্যে পৌঁছানো জরুরি। দ্রুত জুলাই সনদ তৈরিতে সব দলকেই ছাড় দিতে হবে।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, একটু ছাড় দেওয়ার জায়গাটাতে আসুন, আপনারা আসছেন, কিন্তু আরেকটু এগোন। আরেকটু এগোলে আমরা দ্রুত জুলাই সনদ তৈরি করতে পারব। আলোচনার মাধ্যমে যেন আমরা এই পর্বটা শেষ করতে পারি।

তিনি আরও বলেন, আমরা এখানে এসেছি একটি কঠিন পরিস্থিতিতে। সে পরিস্থিতিটা ১৬ বছরের সংগ্রাম, হাজারো লোকের আত্মদান। শত শত লোকের গুম হওয়ার অভিজ্ঞতা, বহু লোক এখনো নিখোঁজ, তাঁদের অনেকের এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই যে আত্মদান, এতে আপনারাই সংশ্লিষ্ট।

আলী রীয়াজ বলেন, আপনাদের কর্মী, আপনাদের দল, আপনাদেরই সংগঠন। যারা প্রাণ দিয়েছেন, নিপীড়ন সহ্য করেছেন, যার জন্য আমরা এখানে আসতে পারলাম। ফলে এটা একটু বিবেচনা রেখে কোন জায়গায় আমরা একমত হতে পারি, কোন জায়গায় আমরা কত দূর পর্যন্ত যেতে পারি, এ বিষয়ে বিবেচনা করা উচিত।

নির্বাচন ও বিচারের প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, এগুলো সমান্তরালভাবে চলবে। কিন্তু জুলাই সনদটা খুব দ্রুত করা দরকার। এ জন্য সবার কাছে আবার আহ্বান, আপনারা আরেকটু ছাড়ের জায়গায় আসুন, তাহলে আমাদের জন্য সহজতর হবে।

আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, গণসংহতিসহ ৩০টি রাজনৈতিক দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ