• শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

গুরুত্বপূর্ণ আলোচনা করতে রাশিয়ায় যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২২ জুন, ২০২৫

যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর আজ মস্কো সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেখানে আগামীকাল (সোমবার) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার।

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে অংশ নিতে বর্তমানে ইস্তাম্বুলে অবস্থান করছেন আরাগচি।

রবিবার ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে আব্বাস আরাগচি বলেন, ‘আমি আগামীকাল রুশ প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবো এবং আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাবো।

তিনি বলেন, ‘রাশিয়া ইরানের বন্ধু এবং আমাদের মধ্যে কৌশলগত অংশীদারত্ব রয়েছে। বিভিন্ন ইস্যুতে আমরা সব সময় পরস্পরের সঙ্গে পরামর্শ করে আমাদের অবস্থান সমন্বয় করি।

এসময় রাশিয়া ইরানের পারমাণবিক চুক্তির (জেসিপিওএ) অন্যতম স্বাক্ষরকারী ছিল – মনে করিয়ে দেন আরাগচি। সূত্র: আনাদোলু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ