এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯২ জন, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত ২১ জুন একদিনে ৩৫২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল, যা ছিল বছরের সর্বোচ্চ।
এছাড়া গত ২৪ ঘণ্টা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন ৩৪ জন। সোমবার (২৩ জুন) বিকেলে ডেঙ্গু বিষয়ক বিশেষ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩০৬ জনই ঢাকার বাইরের। ডেঙ্গুর সবচেয়ে বেশি প্রকোপ বরিশাল বিভাগে।
একসঙ্গে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ও করোনা, সচেতনতার তাগিদ
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৪ জন, যাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৭ জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন আট হাজার ১৫০ জন, যার মধ্যে চার হাজার ৮০৮ জন পুরুষ ও তিন হাজার ৩৪১ জন নারী।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১,০১,২১৪ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ১,০০,০৪০ জন।