• শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

সাবেক এমপি জিয়াউর রহমান নামে দুদকের মামলা

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৩ জুন, ২০২৫

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে তার স্ত্রীর মোসা. কাশমেরী বেগমের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুদক।

সোমবার (২৩ জুন) এই তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি জানান, আসামি পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১ কোটি ৮ লাখ ৩২ হাজার ৮৫৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট ৫টি হিসাবে মোট জমা ও উত্তোলনসহ ১০ কোটি ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এদিকে জিয়াউর রহমানের স্ত্রী মোসা. কাশমেরী বেগমের বিরুদ্ধে ৫২ লাখ ৪৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার নামে ও বেনামে আরও সম্পদ থাকতে পারে মর্মে প্রতীয়মান হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ