• শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:১১ অপরাহ্ন

সিরাজগঞ্জে গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৩ জুন, ২০২৫

কায়েস কাওছার, সিরাজগঞ্জ প্রতিনিধি:– সিরাজগঞ্জে স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ( তৃতীয় পর্যায়ে) প্রকল্পের সিরাজগঞ্জ জেলা গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার- প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধি,ও সাংবাদিকদেরকে নিয়ে গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম।

সোমবার (২৩ জুন ২০২৫) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের এ কে শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের জেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার – প্রচারণা কার্যক্রম পরিচালনায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ,, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের ( ভারপ্রাপ্ত) উপ-পরিচালক গনপতিরায়। স্থানীয় সমন্বয কর্মশালা প্রেজেন্টেশন তুলে ধরেন গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প,সিরাজগঞ্জের জেলা ব্যবস্হাপক মোঃ আব্দুল হান্নান।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম ,

এসময়ে উপস্থিত ছিলেন মহিলা অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা ব্র্যাক জেলা সমন্বয়কারী রইস উদ্দিন, বেসরকারি উন্নয়ন সংস্থা সুক এর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, এমডিও এর নির্বাহী পরিচালক মোঃ মাসুদ আহমেদ রোকনী, সহ – জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি, ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

উল্লেখ্যঃ গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম ও গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। স্থানীয় পর্যায়ে দ্রুত এবং সুলভ ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের ভূমিকা তুলে ধরা হয়। এছাড়াও, গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও প্রাসঙ্গিক করতে জনসচেতনতার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। এবং গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণের ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ বৃদ্ধি করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ