ইসরায়েলের হামলায় ইরানের আরও একজন পরমাণু বিজ্ঞানী মারা গেছেন।
মঙ্গলবার (২৪ জুন) ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
ইরানের ইংরেজি ভাষার সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, পরমাণু বিজ্ঞানী সেদিঘি সাবের তেহরানে একটি ইসরায়েলি হামলায় মারা গেছেন।
প্রতিবেদনে বলা হয়, হামলাটি তেহরানের ডাউনটাউন এলাকায় ফেরদৌসি ও বালিঅসর প্রধান সড়কের কাছাকাছি ঘটেছে।
ইরানের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নিউক্লিয়ার বিজ্ঞানীকে ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে, বিশেষ করে তারা ১৩ জুন থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকে।
এদিকে, ইরানে হামলায় পর ইসরায়েলের দিকে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। ইতোমধ্যে দখলদারদের রাজধানী তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলে সাইরেন বাজছে। ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করা হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে।
এ ছাড়া ইসলায়েলি জনসাধারণকে একটি সুরক্ষিত স্থানে প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকার নির্দেশও দেওয়া হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মধ্য ও দক্ষিণ ইসরায়েলে বিমান হামলার সাইরেন বেজে উঠছে।