• রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:

দেশে আরও একজনের করোনায় মৃত্যু, শনাক্ত ১০

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
ফাইল ছবি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় ১০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।  শুক্রবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার রিপরীতে ১০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এরমেধ্য পাঁচ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ৫২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া করোনা শুরুর পর থেকে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ৭৩ জন। এরমধ্যে ২৯ হাজার ৫১৯ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ