— হাসানাত লোকমান—
তুমি নাম লেখাও না গোষ্ঠীর তালিকায়,
তুমি দাঁড়াও একা, বাতাসের বিপরীতে।
কলম তোমার বিদ্যুৎ— শব্দে জ্বলে আলো,
আঁধার দাপিয়ে তুমি খোঁজো সত্যের ঠিকানা।
তোমার কণ্ঠে নেই কারও বিজ্ঞাপিত বাণী,
তোমার রিপোর্টে বাজে না সুবিধার সুর।
তুমি হাঁটো আগুনের পথ, চোখে বজ্র স্পর্শ,
পেছনে নয়, সামনে তাকাও— হাওয়ার মতো স্পষ্ট।
নির্ভীক তুমি—
কণ্ঠরোধের কাঁচে ধরা পড়ে না তোমার স্পর্ধা।
সত্য প্রকাশে তুমি এক অনুপম দুর্বার,
কারও দল নয়, কারও ছায়া নয়—
তুমি নিজেই এক ধ্রুবতারা সংবাদ-আকাশে।
নির্ঝর হয়ে তুমি বয়ে যাও—
মিথ্যার দেয়ালে ধাক্কা দিয়ে ফিরে আসো না,
তুমি ফুঁ দিয়ে উড়িয়ে দাও চাপা দেওয়া সত্য,
হৃদয়ের গভীরতা থেকে উঠে আসে তোমার প্রতিবেদন।
তোমাকে দেখে বুঝি—
সাংবাদিকতা শুধু পেশা নয়, এক আত্মদায়িত্ব।
জাওয়াদ, তোমার জন্যই এখনো
মানুষ অপেক্ষা করে সন্ধ্যার খবরের আশায়।