• রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:৩১ অপরাহ্ন

৪২ কেজি ওজনের বাগাড় ধরা পড়ল পদ্মায়

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৯ জুন, ২০২৫
ছবি: সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসনের পদ্মা নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে ৪২ কেজির একটি বিশাল বাগাড় মাছ।

শনিবার (২৮ জুন) রাতে চরভদ্রাসনের হাজার বিঘার চর এলাকায় আদু শেখের বড়শিতে মাছটি ধরা পড়ে। পরদিন সকালে তিনি মাছটি চর হাজীগঞ্জ বাজারে নিয়ে আসেন বিক্রির জন্য।

খবর ছড়িয়ে পড়লে বাজারে ভিড় করেন অনেক উৎসুক মানুষ। পরে মাছটি আড়তে নিলামে তোলা হয়। সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় ১৮ জন মিলে ৬২ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে তারা ১৮ ভাগে মাছটি ভাগ করে নেন।

ক্রেতাদের একজন বাবুল শেখ বলেন, মাছের ওজন প্রায় ৪২ কেজি। এত বড় বাগাড় এই মৌসুমে পদ্মায় ধরা পড়েনি। আমরা ভাগে কিনেছি।

স্থানীয় জেলেরা জানান, পদ্মা নদীতে পানি বাড়ছে। ফলে বিভিন্ন জাতের বড় মাছ ধরা পড়ছে জেলেদের জালে। শনিবার রাতে কয়েকজন জেলে বড়শি ফেলেন মাছ ধরতে। শেষ রাতে আদু শেখের বড়শিতে উঠে আসে বিরাট বাগাড়টি।

ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার বলেন, খাবারের খোঁজে কিংবা প্রজননের জন্য বড় মাছ নদীতে ঘোরে। সেজন্যই জেলেদের বড়শিতে এমন মাছ ধরা পড়ছে। তবে বাঘাইড় মাছ ধরা আইনত বৈধ কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে কিছু মাছ শিকার দণ্ডনীয়। তবে মৎস্য সংরক্ষণ আইনে বাঘাইড়ের ক্ষেত্রে তেমন নিষেধাজ্ঞা নেই। জাটকাসহ ছোট মাছের ওপর আমাদের নজরদারি বেশি থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ