• রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:

ভোট টাকার বিনিময়ে বিক্রি নয়, যোগ্য প্রার্থীকে প্রাধান্য দিন: হাসনাত

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
ফাইল ছবি

নির্বাচনের মৌসুম এলেই টাকার বিনিময়ে ভোট বিক্রির বিষয়টি সামনে আসে। চায়ের আড্ডা থেকে সোশ্যাল মিডিয়া—সর্বত্র চলে আলোচনা। আসন্ন নির্বাচনেও এমন ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারীতে এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি উপস্থিতদের সতর্ক করে বিভিন্ন কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের দেশের ভোটাররা ২০০ টাকায় ভোট বিক্রি করেন। আপনারা যদি টাকা দিয়ে ভোট বিক্রি করেন, তাহলে যোগ্য নেতা কোনোদিনও ক্ষমতায় আসবে না।

তিনি আরও বলেন, আপনি একদিন আপনার ভোটটা যদি বিক্রি করে দেন, তারা পাঁচ বছর ধরে নির্যাতন করবে। সেজন্য নেতা নির্বাচনে যোগ্য প্রার্থীকে প্রাধান্য দেবেন।

এ সময় সারজিস আলমকে আটোয়ারীর যোগ্য সন্তান উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, গণঅভ্যুত্থানে তার যে অবদান রয়েছে, পরবর্তীতে আটোয়ারী উপজেলার প্রতি উনার যে আত্মত্যাগ, সব সময় আটোয়ারী নিয়ে উনার চিন্তাভাবনা। আমরা বিশ্বাস করি, আপনারা যদি সারজিস আলমকে আগলে রাখেন, সারজিসের হাতকে শক্তিশালী করেন, এই আটোয়ারী সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো উপজেলাগুলোর মধ্যে অন্যতম উপজেলা হিসেবে স্বীকৃতি পাবে।

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ