ইরানে হামলা চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অপরাধের সমালোচনা করে নিন্দা জানিয়েছেন ইহুদি প্রতিনিধি দল। এ সময় তারা নিহত ইরানিদের স্মরণে খাতায় স্বাক্ষর করেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট।
শুক্রবার (৪ জুলাই) ওয়াইনেটের এক প্রতিবেদনে বলা হয়, ইহুদিদের একটি প্রতিনিধিদল সম্প্রতি লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাসে সফর করেছে। এ সময় তারা ইসরায়েলি হামলায় নিহত ইরানিদের স্মরণে খাতায় স্বাক্ষর করেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘অপরাধের’ কঠোর সমালোচনা করেন।
লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানায়, ওই প্রতিনিধিদল ইরানি জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করে এবং নেতানিয়াহু ও ‘জায়নিস্ট শাসনের’ কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়।
তারা বলেন, জায়নিস্ট শাসনের অপরাধ কোনো ধর্মীয় ইহুদি সমর্থন করে না। নেতানিয়াহুর আসল উদ্দেশ্য সম্পর্কে জনসাধারণের অজ্ঞতা আমাদের হতবাক করে। তার অপরাধ এবং অমানবিক কাজকর্ম কোনো ধর্মীয় নৈতিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
দূতাবাস ত্যাগের সময় এক ব্যক্তি তাদের ভিডিও ধারণ করে চিৎকার করে বলেন, আপনারা কেন সন্ত্রাসী ইরানি শাসনের পক্ষে দাঁড়াচ্ছেন? ইরানি ও ইহুদিদের উভয়েরই উচিত এই শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করা।
প্রসঙ্গত, গত ১৩ জুন ইসরায়েল ইরানে সরাসরি ও উসকানিমূলক হামলা চালায়। এতে ইরানের উচ্চপর্যায়ের সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। এর প্রায় এক সপ্তাহ পর, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বোমা হামলা চালিয়ে যুদ্ধে প্রবেশ করে। ওই হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েল অধিকৃত অঞ্চলের বিভিন্ন কৌশলগত স্থাপনায় এবং কাতার ও ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে ২৪ জুন ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।