ডামুড্যা (শরীয়তপুর)সংবাদাতা :- শরীয়তপুর ডামুড্যা উপজেলায় বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির এর পক্ষ থেকে যুব সম্মেলন অনুষ্ঠিত হয় ,ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শরীয়তপুর জেলার কৃতি সন্তান ড.মির্জ্জা গালিব বলেন আমাদের যুবক সমাজের হৃদয়ে ধারণ করতে হবে তাহলে আগামী ২০বছরের মধ্য দেশকে পদলে দেয়া সম্ভব হবে আমাদের যুব সমাজ কে হতে হবে আত্মনির্ভশীল তাদের মাঝে থাকবে শ্রদ্ধাবোধ তিনি আরও বলেন যুব সমাজ হবে আধুনিক চিন্তা সমৃদ্ধ উন্নত যুব সমাজ ।
৪ঠা জুলাই শুক্রবার বিকাল ৪ঘটিকায় ডামুড্যা উপজেলা ঐতির্য্যবাহী ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে আয়োজিত যুব সম্মলনের প্রধান বক্তা এসব কথা বলেন । উপজেলা জামাত ইসলামের আমির মাওলানা সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামাত ইালামের আমির অধ্যক্ষ মাওলানা আঃ রব হাসেমী বিশেষ অতিথি শরীয়তপুর- ৩ আসনের মনোনীত প্রার্থী মোঃ আজাহারুল ইসলাম ।
জেলা জামাতের নায়েবে আমির কে,এম মুকবুল হোসাইন, ডামুড্যা পৌর আমীর আতিকুর রহমান কবির এর সঞ্চালনায় বক্ত্য রাখেন আঃ হান্নান মিয়াজী,জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা ওবায়দুল হক,এ্যাডভোকেট শাহাজালাল,পূমখ জেলা কর্ম পরিষোদের সদস্য মোহাম্মদ ইলিয়াস ,ডাক্তার লুৎফর রহমান ।