• রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন

মাটির নিচ থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার, আটক ৪

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৫ জুলাই, ২০২৫

আব্দুল হান্নান আকন্দ, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা):- গাইবান্ধার গোবিন্দগঞ্জে শুক্রবার (০৪ জুলাই/২৫) রাতভর অভিযান চালিয়ে মাটির নিচ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক ও মোবাইল ফোনসহ ল্যাবটপ উদ্ধার করেছে যৌথবাহিনীর সদস্যরা। এ সময় চারজন শীর্ষ সন্ত্রাসীকেও আটক করা হয়।

তারা হলে না- পৌর শহরের বুজরুক বোয়ালিয়া হীরকপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে ভাই ভাই সমিতির পরিচালক আজাদ মিয়া (৫২), আলেছ হোসেনের ছেলে মোশাররফ হোসেন (২৮), আসাদুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৫) এবং মৃত মোজাম্মেল হকের ছেলে আসাদুল ইসলাম (৬১)। গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হীরকপাড়া এলাকার ভাই ভাই সমবায় সমিতির কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

যৌথ বাহিনীর সদস্যরা এ সময় সেখান মাটি খুঁড়ে মাটির নিচ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা, মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি নকল পিস্তল উদ্ধার করে। আটক আজাদসহ ওই ৪ শীর্ষ সন্ত্রাসী দীর্ঘদিন থেকে ভাই ভাই সমিতির আড়ালে সুদের কারবারসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কাজ করে আসছিল বলে জানান স্থানীয়রা।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের থানায় হস্তান্তর করার পর এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা নেওয়া হয়েছে। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানোর আবেদনসহ গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের উপস্তিত করা হয়। বিচারক নাজমুল হাসান আবেদনের শুনানী শেষে তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ